বরিশালের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙন পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমি যদি ভালো না হই তাহলে আমাকেও আগামীতে সাপোর্ট দেবেন না। আমি যদি ভালো হই তাহলে আমাকে সাপোর্ট দেবেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রতিমন্ত্রী স্পীডবোটে করে রূপাতলীর বিভিন্ন এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন করে আর রূপাতলী এলাকা ভাঙতে দেয়া হবে না। আগামী বর্ষার আগেই রূপাতলীতে কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে দক্ষিণ রূপাতলীর খান সড়ক এলাকায় এলাকাবাসী আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক দুই সহ-সভাপতি মীর আমীন উদ্দিন মোহন ও আলমগীর হোসেন আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আনিচ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।