বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুনতির ৫১ তম ঐতিহাসিক সীরতুন্নবী (সঃ) মাহফিল সমাপ্ত

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৫:২৯

চট্টগ্রামের লোহাগাড়ায় অলিকুল শিরোমণি হাফেজ আহমদ (রা.) শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত চুনতীর ১৯ দিন ব্যাপী ৫১ তম  সীরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবস শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত ফজরের নামাজের পূর্বে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। দরাজ কন্ঠে আখেরি মোনাজাত পরিচালনা করেন নারায়নগঞ্জ জৈনপূরী দরবার শরীফের পীর আলহাজ্ব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী। আখেরী মোনাজাতে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। 

আখেরী মোনাজাতের সময় ৯ একর আয়তন বিশিষ্ট সীরত ময়দান, শাহ সাহেব কেবলার মাজার প্রাঙ্গণ এবং সীরত ময়দানের আশ-পাশ এলাকা, অলি-গলি ধর্মপ্রাণ মানুষে ভরপুর হয়ে যায়। মোনাজাতের সময় ধর্মপ্রাণ মানুষের কান্নার প্রতিধ্বনিতে আকাশ- বাতাস ভারী হয়ে উঠে। 

এদিকে  মাহফিলের সমাপনী দিবস শুক্রবার সকাল সাড়ে নয়টায় চুনতি সীরত ময়দানে কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন এর সঞ্চালনায় সকাল থেকে এশার নামাজের আগ পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম, আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিন ,  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, চিন্তাবিদ ও গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী,  ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাওলানা আহসান উল্লাহ ও চট্টগ্রাম  বায়তুশ শরফ এর পীর  আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী।

বাদ এশা  চুড়ান্ত অধিবেশনে সভাপতিত্ব করেন সীরতুন্নবী (সঃ) মাহফিল এর মোতওয়াল্লী কমিটির সভাপতি ও শাহ্ সাহেব কেবলার দৌহিত্র আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। ফজর নামাজের পূর্বে আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত  বিষয় ভিত্তিক আলোচনা করেন আলহাজ্ব মাওলানা এহসান উল্লাহ আব্বাসী , ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরীয়াহ কাউন্সিল সভাপতি প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার , চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শাহে আলম, মোফাসসিরে কোরআন ড. মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি এবং নারায়ণগঞ্জ জৌনপুরী দরবার শরীফ এর পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী। 

ধন্যবাদ জ্ঞাপন করেন মোতোওয়াল্লি কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। মোনাজাত পূর্ব সুললিত কন্ঠে মীলাদ পরিচালনা করেন মাওলানা আবু জাফর মোহাম্মদ ইকবাল। মঞ্চে উপবিষ্ট ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী ও নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক, মোতোওয়াল্লী আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব শাহনেওয়াজ, আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, মাহবুবুল হক, মোহাম্মদ ইদ্রিস মিনহাজ, নির্বাহী কমিটির সদস্য ডাঃ এজেএম সাদেক, আবু হেনা টুটুল, মছিহুল আজিম খান ছিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সাইফুদ্দিন মো. তারেক, শাহজাদা তৈয়বুল হক বেদার,  শাহজাদা ইমাম বায়হাকী, কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান, সাজ্জাদ খান, মোহাম্মদ নাঈম নিমু, শাহজাদা আসমা উল্লাহ ইমরাত, ফোরকানুল চৌধুরী, আহমদ খান জুনু মিয়া, হাফেজ বজলুর রহমান, এডভোকেট মিনহাজুল আবরার, জসিম উদ্দিন, কফিল উদ্দিন, আনোয়ার কামাল, হাজী শওকত, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, মাহমুদুল হক, কামরুল হুদা, হাজী শওকত আলী, জাহেদ আলম, নজরুল হুদা, ফজলে এলাহি আরজূ, নুর মোহাম্মদ শহীদুল্লাহ , আবদুল মান্নান প্রমুখ ।

ইত্তেফাক/ ইআ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন