শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তর-পূর্ব চীনে ভয়াবহ দুর্যোগ, রেকর্ড ২০ ইঞ্চি তুষারপাত

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭:৪৩

উত্তর-পূর্ব চীনে ভারী তুষারঝড় দেখা দিয়েছে। লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে গড় তুষারপাত হয়েছে ২০ ইঞ্চি। ১৯০৫ সালের পর এত বড় বিপর্যয় কখনো হয়নি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, লিয়াওনিংয়ের সড়কে বিপুল পরিমাণ তুষারের নিচে চাপা পড়ে আছে বিভিন্ন মোটরযান। রেল ও বাস চলাচলও বন্ধ আছে সেখানে। ইনার মঙ্গোলিয়াসহ পুরো উত্তর-পূর্ব চীনের মোট ২৭টি অঞ্চল সর্বোচ্চ দুর্যোগের মধ্যে আছে বলে জানিয়েছে চীনের কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ইতোমধ্যে এসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ৭ নভেম্বর থেকেই হিমশীতল হাওয়া বইতে শুরু করেছে চীনে। বর্তমানে উত্তরপূর্বাঞ্চলের কয়েকটি এলাকার তাপমাত্রা শূন্যের চেয়ে ১৪ ডিগ্রি নেমে গেছে। 

ইত্তেফাক/এসএ