বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যেভাবে নিজের বিয়ে বন্ধ করলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:৩১

মনপুরায় নিজের বিয়ে বন্ধ করলেন ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সোমবার রাত ১২টার দিকে মনপুরার রহমানপুর গ্রামে নিজের বন্ধ করে ওই ছাত্রী। সে উপজেলার দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

সোমবার রাত ১২টার অপ্রাপ্ত বয়স্ক এক ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এক পর্যায়ে ওই ছাত্রী মনপুরা থানার ওসি সাইদ আহমেদের মোবাইল নম্বরে কল দিয়ে বিস্তারিত তথ্য জানায়। ওসি বিয়ে বাড়িতে গিয়ে ওই ছাত্রীর মা ও ছেলের ভাই থানায় নিয়ে আসে।  মঙ্গলবার সকালে ওই ছাত্রীর মা ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা দেন। একইভাবে অপ্রাপ্ত বয়স্ক ছেলের ভাই মো. ফারুক ২১ বছরের আগে ভাইকে বিয়ে করাবেন না বলে মুচলেকা দেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী জানান, দক্ষিণ সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভায় ওসি সাইদ আহমেদ বাল্যবিয়ে রোধে শিক্ষার্থীদের করণীয় সমর্পকে বক্তব্য দেন। পরে ওসি নিজের মোবাইল নম্বর সবাইকে খাতায় লিখেতে বলেন। খাতা থেকে নম্বর বের করে সে ওসিকে কল দেয়। বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি পড়ালেখার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানায় ওই ছাত্রী।

 

ইত্তেফাক/ইউবি