শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সীতাকুণ্ডে সরকারি পুকুর ভরাট চেষ্টার অভিযোগ

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৩:১১

সীতাকুণ্ডে মহাসড়ক ও মসজিদ সংলগ্ন একটি সরকারি পুকুর ভরাটের চেষ্টা চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮নং সোনাইছড়ি ইউনিয়নে মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও খলিল আহমদ ডিয়ার জামে মসজিদ সংলগ্ন সরকারী বনা পুকুরটি ভরাট কাজ আবার শুরু করে। 

পুকুরটি ১৯৬৫ সালে তৎকালীন সরকার একোয়ার করে। কিন্তু মুসল্লিরা দুঃখ প্রকাশ করে বলেন, পুকুরটি যদি ভরাট হয়ে যায়, তাহলে আমাদের অজু করার জন্য কোনো উপায় থাকবে না। এদিকে বার আউলিয়া হাইওয়ের পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ গিয়ে কাজ বন্ধ করলেও আবার ভরাটের কাজ শুরু করার পায়তারায় লিপ্ত আছে। এদিকে মুসল্লিদের অভিযুক্ত মো. মোরশেদ বলেন, তিনি কোনো পুকুর ভরাট করছে না এবং তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তা ছাড়া সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমদের কাছে বার বার মোবাইল করে সে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে রোডস এন্ড হাইওয়ের পরিচালক মো. ফারুক জানান, আমরা পুলিশ দিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করি এবং যদি সে আবার ভরাট করার চেষ্টা করে তাহলে তাকে আমরা আইনের আওতায় আনা হবে। 

 

ইত্তেফাক/এসআই