সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হাফ পাস আন্দোলনের মাঝেই যা-যা ঘটে গেলো 

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৪৯

চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি রাজধানী ঢাকায় শুরু হয় হাফ পাস আন্দোলন। এ সময় গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিসহ মোট পাঁচটি দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। এখন এই আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে, ঘটছে নানা ঘটনাও। এগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো নিচে।

২০ নভেম্বর
এই দিন ঢাকার অন্তত পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। আবদুল্লাহপুর, ফার্মগেট, মিরপুর, দনিয়াসহ বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) পক্ষ থেকে হাফ পাস আন্দোলনের দাবিগুলো লিফলেট আকারে বিলি করা হয়। এগুলো হচ্ছে, গণপরিবহনে বর্ধিত ভাড়া বাতিল;  সড়ক-নৌ-রেলপথসহ সব ধরনের পরিবহণে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা;  জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্য কমানো; সড়কে ব্যক্তিগত পরিবহন কমানোর পাশাপাশি গণপরিবহনের মানোন্নয়ন এবং গণপরিবহনে কাউন্টারভিত্তিক টিকিট সিস্টেম চালু করা।

মেয়েরাও আন্দোলনে পিছিয়ে নেই

২১ নভেম্বর
বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয় বাসের একজন হেলপার।  ঘটনা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দেন ভুক্তভোগী ওই  শিক্ষার্থী। তিনি লেখেন, আমার বাসা শনির আখড়া। এখান থেকে কলেজের (বকশী বাজার এলাকা) ভাড়া ১০ টাকা, প্রতিদিন ১০ টাকা দিয়েই যাচ্ছি। আজ কলেজে যাওয়ার সময় ঠিকানা বাসে করে গিয়েছিলাম। হেলপারকে ২০ টাকার নোট দিলে সে ভাড়া রাখে ১৫ টাকা। আমি তাকে ভালো করেই বলছিলাম আমার ১০ টাকা ফেরত দিতে, বাট সে দেয় তো নাই উল্টো বলে ‘দিমু না কী করবি কর’। এরপর চিল্লানোর পর সে বলে ‘গলা বড় করবি না, পাঁচ টাকা নে, না হয় নাইমা যা।’ পরে ওই গাড়ির ড্রাইভার-হেলপারকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৩ নভেম্বর
১।  বেলা দেড়টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে দুই দফায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়। ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই হামলার শিকার হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। হামলার আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের বিরুদ্ধে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে তর্ক বাধান৷ কথা-কাটাকাটির মধ্যেই লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। 

২। হাফ পাস আন্দোলনের সমর্থনে ঢাকার নীলক্ষেত মোড় অবরোধ করে আটটি প্রগতিশীল ছাত্র সংগঠন। এগুলো হচ্ছে, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গোলাম মোস্তফা), বাংলাদেশ ছাত্র ফেডারেশন (মিতু সরকার), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

বারবার উঠে আসছে নিরাপদ সড়কের দাবি

২৪ নভেম্বর
১। গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দক্ষিণ সিটি বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে আহ্ববায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২। শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে স্বরাষ্ট্র, নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রাস্তা অবরোধ করা হয় বিভিন্ন এলাকায়

২৫ নভেম্বর
১। নটরডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। ফার্মগেটে তারা গণপরিবহন চলাচল বন্ধ করে দেন। ঢাকা দক্ষিণের নগর ভবনে মেয়রের সঙ্গে কথা বলতে অবস্থান নিয়েছেন নটরডেমের ছাত্ররা।

২। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়। এদিন বিকেল ৩টার দিকে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে। কবির খান রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। তবে রাইডারকে খুঁজে পাওয়া যায়নি।

৩। হত্যাকারী গাড়িচালকের ফাঁসি দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র আশ্বাস দেন নিহত নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ করবে দক্ষিণ সিটি করপোরেশন।

ইত্তেফাক/এসএ/এনই