শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে তৈরি হয় ভারতীয় জাল রুপি, ট্রানজিট বাংলাদেশ 

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:২১

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ কোটি ৩৫ লাখ ভারতীয় জাল রুপিসহ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গুলশান বিভাগ। পুলিশ বলছে, পাকিস্তান থেকে আমদানি করা মার্বেল পাথরের ৯৫টি বস্তার মধ্যে কৌশলে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসে ভারতীয় জাল মুদ্রা। 

পুলিশের অভিযানে রাজধানীর দক্ষিণখানের একটি বাড়ির পানির ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকানো ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। সেখানে বস্তার মধ্যে পাওয়া গেছে ১ হাজার ৪৭০টি বান্ডিল। এতে পাওয়া গেছে ৭ কোটি ৩৫ লাখ ভারতীয় জাল মুদ্রা।

গত কয়েক বছর ধরে শ্রীলংকা ও বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে একটি বহুজাতিক মুদ্রা জালিয়াতি চক্র পাকিস্তান থেকে ভারতে নকল রুপি পাচার করছে। এই সিন্ডিকেট পাকিস্তানের লাহোরে ভারতীয় জাল নোট ছাপিয়ে সেগুলো মার্বেল পাথরে ভর্তি কন্টেইনারে করে সমুদ্রপথে শ্রীলংকায় পাঠায়।

এই সিন্ডিকেটের ২ বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার এসব তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা হলেন- ফাতেমা আক্তার অপি ও শেখ মো. আবু তালেব।

ইত্তেফাক/এএইচপি