শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শীতের পিঠা বিক্রি করে চলে সংসার

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০১:৫৭

শীত এলেই বাগমারার মোড়ে মোড়ে পিঠা বিক্রির ধুম পড়ে যায়। পিঠা তৈরি ও বিক্রির কাজে ব্যস্ত হয়ে পড়েন রমিছা, আয়শাসহ আরও অনেক নারী। তারা এক সময় ছিলেন অবহেলিত কর্মহীন বেকার। শীত আসায় তাদের হাতে কাজ এসেছে। তারা এখন পিঠা তৈরির কারিগর।

বাগমারার বিভিন্ন হাটবাজার ও বড় বড় রাস্তার মোড়ে এমন পিঠা তৈরির দোকান চোখে পড়ার মতো। ভাপা, চিতই, সাতপুতি, মাষকালাই রুটিসহ নানান স্বাদের পিঠা এখন হাতের কাছে মিলছে। সন্ধ্যা হলেই দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসছে। ভবানীগঞ্জ নিউমার্কেট চত্বর, ভাঙ্গা ব্রিজ, গোডাউন মোড়, ব্র্যাক মোড়, বাসট্যান্ড, দেউলা চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে এখন রকমারি পিঠার দোকান পিঠাপ্রেমিদের আকৃষ্ট করছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও স্থানীয় ভবানীগঞ্জ বাজারের মুরগি ব্যবসায়ী মুকুল হোসেন জানান, শীত এলেই পিঠা তৈরির ধুম পড়ে যায়। বাজারে রকমারি পিঠার সঙ্গে পাওয়া যায় নানান পদের ভর্তা। গরম গরম এসব পিঠা ও ভর্তার মজাই আলাদা।

পিঠার কারিগর আয়শা, মোনায়েম ও মিজানুর জানান, শীতকালেই তারা পিঠার দোকান সাজিয়ে বসেন। বেচাবিক্রি বেশ ভালোই হয়। সন্ধ্যা থেকে রাত ১০/১১টা পর্যন্ত চলে বেচাবিক্রি। অনেকে এসব পিঠা বাড়িতে খাওয়ার জন্য পার্সেল করেও নিয়ে যান।

ইত্তেফাক/এমআর