রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হাফ পাসের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:১০

বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া বা হাফ পাস কার্যকর করাসহ তিন দফা দাবিতে প্রগতিশীল ৮টি ছাত্র সংগঠন শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। পরে শাহবাগ যাদুঘরের সামনে অবস্থান নেন তারা। 

শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আব্দুল গনি

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার আন্দোলনের সঙ্গে একাত্মতা করে শাহবাগ অবরোধ করতে যাওয়া বামপন্থি ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লব ছাত্র-যুব আন্দোলন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘কয়েকটি ছাত্র সংগঠন যাদুঘরের সামনে অবস্থান নেয়। আধা ঘণ্টার অবস্থানের পর তারা তাদের কর্মসূচি শেষ করে। মোড় অবরোধ করা হলে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই আমরা তাদেরকে শাহবাগ মোড় অবরোধ না করার অনুরোধ করি। পরে তারা জাদুঘরের সামনে সমাবেশ করে এবং তাদের কর্মসূচি ৩০ মিনিটের মধ্যে শেষ করে।’

ইত্তেফাক/এএএম