ভোলা জেলার উপজেলা সদরে আজ শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় ইমাম, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া, জেলা বিআরটিএ’র পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স, প্রেসক্লাব সহ সভাপতি জুন্নু রায়াহান প্রমূখ।
অনুষ্ঠানে শব্দ দূষণের বিভিন্ন উৎস, ক্ষতিকারক দিক ও শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় অর্ধশতাধিক মসজিদের ইমামসহ এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।