শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথমবারের মতো ভারতে শনাক্ত ওমিক্রন রোগী

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭

ভারতে প্রথমবারের মতো নিশ্চিত ভাবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। দু'জনকেই পাওয়া গেছে দেশটির কর্ণাটক প্রদেশে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রোগী দুইজনের বয়স ৬৬ এবং ৪৬। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের বয়স প্রকাশ করলেও পরিচয় প্রকাশ করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন, এই দুজনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হচ্ছে।

ইত্তেফাক/এসএ