মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভোলায় বন্দুকযু‌দ্ধে দুই জলদস্যু নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০৪

ভোলার চরফ্যাশনে র‌্যা‌বের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই জলদস্যু নিহত হ‌য়ে‌ছে। ত‌বে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। 

রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দি‌কে চরফ্যাশনের দক্ষিণ আইচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হো‌সেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, রবিবার ভো‌রের দি‌কে দক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডে জালিয়া খালের পাশে রাব সদস্যরা অভিযান চালা‌লে জলদস্যুরা র‌্যাব‌কে লক্ষ ক‌রে গুলি ছো‌ড়ে। প‌রে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছো‌ড়ে। এতে দুইজন জলদস্যু নিহত হয়। কিন্তু নিহতরা কা‌দের গুলিতে নিহত হয় তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ দক্ষিণ আইচা থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে ব‌লেও তিনি জানান।

ইত্তেফাক/ইআ