মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ন্যায্য বিচার পাবেন প্রিয়ান্থা: শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে ইমরানের ফোন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:২৪

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে কর্মরত শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ান্থা কুমারা দিয়াওয়াদানাকে পিটিয়ে হত্যা ও তার মরদেহে আগুন দিয়েছে জনতা। এর ঘটনার প্রেক্ষিতে কড়া সমালোচনার শিকার হয়েছে পাকিস্তানি প্রশাসন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন বলে জানিয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশেকের সঙ্গে ফোনালাপ করেছেন ইমরান। এসময় শ্রীলঙ্কান প্রেসিডেন্টকে আশ্বস্ত করে ইমরান বলেন, প্রিয়ান্থার হত্যাকারীরা ক্ষমা পাবে না। ঘটনায় এখন পর্যন্ত ১১৮ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ এবং হত্যাসংশ্লিষ্ট সব তথ্যাদি নিরাপত্তা বাহিনী পর্যবেক্ষণ করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, শুক্রবারের সেই মর্মান্তিক ঘটনায় কট্টরপন্থী তেহরিক-ই-লাব্বাইক এর সমর্থকরা ওই গার্মেন্ট কারখানায় হামলা চালায় এবং এর জেনারেল ম্যানেজার প্রিয়ান্থাকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়।

ইত্তেফাক/টিআর