নানা অভিযোগ নিয়ে থানায় যান মানুষ। কিন্তু গরু দুধ না দেওয়ায় অভিযোগে থানায় উপস্থিত হওয়ার খবর শুনে অনেকেই হয়তো অবাক হবেন। এমনই এক ঘটনা এবার ঘটলো ভারতের কর্ণাটকের হলেহন্নুর পুলিশ স্টেশনে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া ডট কম।
প্রতিবেদনে বলা হয়, রামাইয়া নামের এক কৃষক থানায় গিয়ে অভিযোগ জানান যে, তার গরুগুলো দুধ দিচ্ছে না। পুলিশ যেন ব্যবস্থা নেয়।
রামাইয়া তার অভিযোগে জানিয়েছেন, যথাযথ খাবার দেওয়া সত্ত্বেও তার চারটি গরু গত কয়েকদিন দিন ধরে কোনো দুধ দিচ্ছে না।
তিনি আরও জানিয়েছেন, প্রতিদিন গরুগুলোকে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত মাঠে চরান। যত্নে কোনো খামতি নেই তার। তা সত্ত্বেও এরা এই কদিন ধরে দুধ দিচ্ছে না।
এতে তার বেশ ক্ষতি হয়েছে উল্লেখ করে কৃষকটি বলেন, পুলিশ যেন গরুগুলোকে থানায় ডেকে এনে তাদের বুঝিয়ে-সুঝিয়ে দুধ দিতে রাজি করায়।
যদিও অভিযোগের বয়ান শুনেই পুলিশ তা নাকচ করে দিয়েছে। ওই কৃষককে বাড়ি পাঠিয়ে দিয়েছে।