বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:৪২

সারাদেশের সব সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে

এর আগে, গত ২৫ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা আজ (৮ ডিসেম্বর) শেষ হওয়ার কথা ছিল। পরে সেটা সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এবারও অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১১০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 

ইত্তেফাক/কেকে