শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দগ্ধদের একজনের শরীরের ৩৪ শতাংশ পুড়ে গেছে: চিকিৎসক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩

রাজধানীর বাংলামোটরে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার দুপুর ১২টার দিকে বাংলামোটরের আর কে টাওয়ারে আগুন লাগে। এতে তিনজন দগ্ধ হন। তারা হলেন- মামুন (৩২) মানিক (২০) ও আফসার (২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব বলেন, দগ্ধ মামুনের শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা মোটামুটি ভালো।

ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে কন্ট্রোল রুমের দায়িত্বরত আনিসুর রহমান বলেন, আর কে টাওয়ারে লাগা আগুন ২টার দিকে নিয়ন্ত্রণ করা হয়েছে।  আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

 

ইত্তেফাক/ইউবি