ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের এলমা চৌধুরী নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে রাজধানীর গুলশানে নিজ বাসায় থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। এসময় ওই ছাত্রীর হাত, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, স্বামীর অত্যাচারে তিনি মারা গেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনো নিশ্চিত নই। আমরা তদন্ত করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। মেয়েটির লাশ মেডিকেলে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।