সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিজয়ের উল্লাসে নগরবাসীর ঢল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৫৮

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা। আর সেই উল্লাস নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন নগরবাসী। নানা শ্রেণি-পেশার মানুষ; সবার চোখেমুখে আনন্দ আর উচ্ছ্বাস। 

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাবা মেয়ে হাত ধরে কিংবা মা ছেলের হাত ধরে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে।

জাতীয় সংসদ ভবনের সামনে দেড় বছর ছোট্র মেয়ে আইরিনকে নিয়ে ঘুরতে বের হোন বাবা সাইফুল্লাহ সবুজ। তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে আমার ছোট্র মেয়েকে নিয়ে এসেছি। ভালো লাগছে, ফাঁকা সড়ক মেয়ে হাঁটছে। চারদিকে অনেক সাজানো হয়েছে ঘুরে ঘুরে দেখছি। 

রুবেল, আলভি, নীরব আরও কয়েজন বন্ধু মিলে ঘুরতে আসেন সংসদ ভবনের সামনে। বিজয়ের আনন্দে উল্লাস তাদের মধ্যেও কমতি নেই। বিভিন্ন ব্যানার রঙিন সাজ-সজ্জার সামনে দাঁড়িয়ে কেউ কেউ গ্রুপ ছবি ও সেলফি তুলছেন।

এদিকে, মানিক মিয়া এভিনিউর সড়কের চার পাশে শোভা পাচ্ছে বিভিন্ন সরকারি স্থাপনা, মেট্রোরেল, শহীদ মিনার, বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ইত্যাদি।  বড় পর্দায় দেখানো হচ্ছে দিনব্যাপী অনুষ্ঠানমালা। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য চারপাশে রয়েছে শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্নমাত্রা যোগ হয়েছে এবারের সাজে। চোখ ধাঁধানো সব আলোর ঝলকানিতে ছেয়ে গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।

রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্ণিল আলোয় সাজানো হয়েছে জাতীয় সংসদ,বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, সরকারি বেসরকারি অফিস। এছাড়াও হাইকোর্ট, কার্জন হল, জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনেও সেজেছে আলোর ঝলকানিতে।

ইত্তেফাক/কেএইচ/কেকে