মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করেছে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহী মিনারে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে, হাজার মানুষের কণ্ঠে, গেয়ে ওঠো বিজয়ের গান সাইকেল র্যালি ও বিজয় থিম সং নৃত্য অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাে. হুমায়ুন কবীর।
ব্রেন্ড এন্ড লাইফ লাইভ হসপিটালে ব্যবস্থাপক মাে. ফখরুল হােসেন, ব্যবস্থাপনা পরিচালক, বিডি ক্লিক এর উপদেষ্টামােহাম্মদ মুসা, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট,সমন্বয়ক রােজিনা আক্তার দুলিন ও নাজনিন নূর প্রমুখ।