বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভাণ্ডারিয়ায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২৩:৩৮

ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শপথ বাক্য পাঠ করানো হয়।

বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বণীর মাধ্যমে দিবসের শুরু হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ , জাতীয় পার্টি-জেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করেন। 

পরে স্থানীয় বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমারানী ধরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, আসমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, শিক্ষক শফিকুল ইসলাম আযাদ।

এদিকে পৃথকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে ঢাকা থেকে অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ উৎসব উপলক্ষে  মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে স্থানীয় বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম। 

উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, নিজামুল হক নান্না, আ. রশীদ মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার। পরে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

 

ইত্তেফাক/জেডএইচডি