বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ একটি গানে অংশ নিলেন দেশের ৫০ জন কণ্ঠশিল্পী। দেশের গুণী অর্ধশত শিল্পীকে নিয়ে এই গানের শিরোনাম ‘সূবর্ণ ৫০’। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন নকীব খান।
দেশের ৫০ জন শিল্পীর সমন্বয়ে গানটির ভিডিও ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবন চত্বরে। গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক নকীব খান বলেন, ‘মাত্র কিছুদিন আগে ৫০টি ব্যান্ডের একটি দেশের গান শেষ করলাম। একইভাবে এটি দেশের গুণী ৫০ জন কণ্ঠশিল্পীর একটি কাজ। দেশের গানের যেকোনো কাজ করতেই আমার ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি, এই গানটি শিল্পীরা নিজেদের বিভিন্ন স্টেজেই অনেকদিন বাঁচিয়ে রাখবে। বিজয়ের ৫০ বছরের কাজ হিসেবে এ কাজটি করেও আমার ভালো লাগছে। সকল শিল্পী-কলাকুশলীর প্রতি আমার কৃতজ্ঞতা।’
বিটিভির ফিলার সং হিসেবে এটি প্রচার হবে। গানটির চিত্রায়ণ প্রসঙ্গে গানটির প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘সব মিলিয়ে গানটি এক দারুণ আর্কাইভ। ৫০ জন শিল্পীর সমন্বয় ও এর দৃশ্যায়ন করা হয়েছে দিনব্যাপী। তবে দেশের গানের যেকোনো কাজই এক ধরনের দারুণ আত্মতৃপ্তি দেয়। গানটি আমাদের বিজয় উৎসবের একটি দারুণ সংরক্ষণ হয়ে থাকবে আশা করছি। ধন্যবাদ জানাতে চাই নকীব খান এবং সকল কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ানদের।’