আগামীকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ‘২১তম ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।
প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফি মুহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুশফিকুর রহমান, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নাফিউল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।
এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিশরের বিশ্ববিখ্যাত কারি শাইখ ত্বহা আন-নোমানি, ইরানের বিখ্যাত কারি হামেদ আলিযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত কারি আলি রেযা রেযায়ি এবং ফিলিপাইনের প্রখ্যাত কারি নাযির আসগর। —প্রেস বিজ্ঞপ্তি