শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে এক কোভিড রোগীর জন্য পুরো শহরের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৩:২৫

কোভিড-১৯-এর এক রোগীর জন্য সব বাসিন্দাকে বাড়িতে থাকার, গণপরিবহন ও কিছু স্কুলে ক্লাস বন্ধ রাখার নির্দেশের পাশাপাশি তাদের স্থলবন্দর দিয়ে ভ্রমণকারী ও মালাবাহী গাড়ির প্রবেশ স্থগিত করেছে ভিয়েতনাম সীমান্তবর্তী চীনের একটি শহর।

গত তিন মাসে চীনের বেশ কয়েকটি ছোট সীমান্ত শহর করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ভুগেছে। বড় শহরগুলোর তুলনায় এসব শহরে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা দুর্বল হওয়ায় তাদের ভুগতেও হয়েছে বেশি। এই অভিজ্ঞতার পর বাইরে থেকে ভাইরাসের প্রবেশ রোধ করতে চীন তাদের সীমান্ত ও বন্দরগুলোতে কোভিড সতর্কতা বাড়িয়েছে।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংসির দংশিং শহরের বাসিন্দা ২ লাখের কিছুটা বেশি। এই শহরে একজন কোভিড রোগী শনাক্ত হওয়ার পর সব বাসিন্দার বুধবার (২২ ডিসেম্বর) থেকে বাড়িতে থাকার ও বিনা প্রয়োজনে বাইরে যাওয়া এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে। নিয়মিত পরীক্ষার সময় নিশ্চিত উপসর্গসহ ঐ রোগী শনাক্ত হয়। তিনি স্থানীয়ভাবে ছড়ানো সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ইত্তেফাক/ ইআ