রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

লঞ্চে আগুনের উৎস জানালেন শাজাহান খান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:২৪

ঝালকাঠিতে ‘অভিযান-১০’ নামের লঞ্চে আগুন ক্যানটিন থেকে নয়, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বলে মনে করছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে আগুনে পোড়া লঞ্চ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

শনিবার সকাল পৌনে ১১ টায় তিনি লঞ্চটি পরিদর্শন করেছেন। এছাড়াও নৌ-মন্ত্রনালয়ের ৭ সদস্য, ফায়ার সার্ভিসের ৫ সদস্য এবং জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি লঞ্চটি পরিদর্শন করেছেন। 

শাজাহান খান বলেন, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদ পর্যালোচনা এবং সরেজমিন পরিদর্শন করে কাজ করছেন তদন্ত কমিটি। 

তিনি আরও বলেন, লঞ্চ কর্তৃপক্ষের ত্রুটি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বলেন, লঞ্চের ইঞ্জিনের একটি সিলিন্ডার বিস্ফোরণের নমুনা দেখা যাচ্ছে। ৬টি সিলিন্ডারের একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে ৩৯ জনের প্রাণহানি ঘটে।

ইত্তেফাক/কেকে