ভারতের উত্তর প্রদেশের পারফিউম ব্যবসায়ী পিযুষ জৈনের বাড়ি থেকে উদ্ধার হয় ১৬৫ কোটি রুপি। এত পরিমাণ নগদ অর্থ তার ঘরে কি করে এলো তা ভেবেই অবাক হন দেশটির আয়কর কর্মকর্তারা। তাদের এক প্রশ্নের উত্তরে পিযুষ বলেন, পৈতৃক সম্পত্তি হিসেবে বাড়িতে ৪০০ কেজি সোনা ছিল। তা বিক্রি করেই টাকাগুলো পেয়েছি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের দল অভিযান চালায় ব্যবসায়ী পিযুষের বাড়িতে। কর ফাঁকির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
জৈনের বাড়ি ছাড়াও তাঁর কারখানা, দপ্তর, কোল্ডস্টোর, পেট্রল পাম্পে তল্লাশি চালায় আয়কর দফতর। কানপুর ছাড়াও মুম্বাইতে পিযুষ জৈনের বাসভবনে ব্যাপক তল্লাশি চলে।
পিযুষ জৈনের নামে ৪০টি সংস্থা নথিভুক্ত রয়েছে। যার মধ্যে দুটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তদন্তদল বলছে, ভুয়া সংস্থার নাম দেখিয়ে ওই ব্যবসায়ী প্রচুর টাকার কর ফাঁকি দিতেন। তা ছাড়া জাল বিল দিয়ে ব্যবসা করা হচ্ছিল বলেও অভিযোগ। সেই সংক্রান্ত কিছু নথিও পাওয়া গেছে।