লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে আবারও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। শুক্রবার দুপুর পর্যন্ত রায়পুর হাসপাতালে ৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই বয়স্ক নারী-পুরুষ।
চিকিত্সকরা বলছেন, সুস্হ থাকতে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। আসন সংখ্যা সীমিত আর জনবল সংকট থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রায়পুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডা. বাহারুল আলম জানান, গত ১০ নভেম্বর থেকে পৌরশহর এলাকায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়। চার দিনে প্রায় ২০০ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। গত মঙ্গলবার থেকে ঐ এলাকায় আক্রান্তের সংখ্যা কমে গেলেও ফের উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপে চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। হাসপাতালে শঘ্যা না পেয়ে মেঝে ও করিডোরে চিকিত্সা নিতে হচ্ছে তাদের। আক্রান্ত এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।
ইত্তেফাক/বিএএফ