শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেপটাউন পার্লামেন্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:৩৯

রবিবার (২ জানুয়ারি) গ্রিনিচ মান সময় ০৫০৩ টায় কেপটাউন পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এর আগে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের পার্লামেন্ট ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূ্র্তেই তা ছড়িয়ে পড়ে পাশের ন্যাশনাল অ্যাসেম  ভবনেও। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, এতে পার্লামেন্ট ভবনের কয়েকটি দেয়ালে ফাটল ধরার খবর পাওয়া গেছে।

গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি বলেন, আমি আপনাদের সবাইকে বলতে চাই যে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। আমার পিছনে যেই ধোঁয়া দেখতে পাচ্ছেন তা পুরানো ন্যাশনাল অ্যাসেম্বলি ভবন থেকে বের হচ্ছে। তবে, এটি এখন পুরোপুরি সুরক্ষিত।

দেশটির সদ্য প্রয়াত নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর শেষকৃত্যানুষ্ঠানের কয়েক ঘন্টা পরই এমন অগ্নিকান্ডের সাক্ষী হলো দক্ষিণ আফ্রিকা। আপাতত নিরাপত্তার স্বার্থে পার্লামেন্ট ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএইচপি