সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সেই ব্রেসলেটের রহস্য ফাঁস করলেন সালমান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২০:০৩

বলিউডের তারকা অভিনেতা সালমান ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের অভাব নেই। তার হাতের ফিরোজা পাথর বসানো একটি ব্রেসলেট নিয়েও প্রচুর জল্পনা-কল্পনার ঘোরে নেটিজেনরা। বাবা সেলিম খানের দেওয়া এই লাকি ব্রেসলেট ছাড়া কিছু ভাবতেই পারেন না সালমান। এবার সেই ব্রেসলেটের রহস্য উন্মোচন করলেন সালমান খান।

সালমানের ভাষ্য, ‘আমার বাবা এটা সবসময় পরত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও ব্রেসলেটটা নিয়ে খেলতাম। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

সালমান খান। ছবি: সংগৃহীত

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানিয়েছিলেন, ‘এটার সঙ্গে যেটা হয় তা হল যখনই কোনো নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন পাথরটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন