চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের বিজি নগরীতে একটি নির্মাণস্থলে সোমবার ভূমিধসের ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।
বিজির পৌরসভা সরকার জানায়, স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে।
তারা আরও জানায়, এ ঘটনায় আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। জরুরি, দমকল ও জননিরাপত্তা বিভাগের ১ হাজারেরও বেশি লোকবল নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছেছে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টা দেখভালের জন্য কর্মীদের পাঠিয়েছে।