মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারতের বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০:৫০

ভারতের ঝাড়খন্ডে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ জানুয়ারি) ঝাড়খন্ডের পাকুড় জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝাড়খন্ড জেলাত গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যা দেওঘর জেলার জশিডি থেকে সাহিবগঞ্জের বারহরওয়ায় যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা ট্রাকটি গ্যাসের সিলিন্ডার পরিবহন করছিল। সংঘর্ষের পর বাসের ভেতরে বেশ কিছু যাত্রী আটকে পড়েন। পরে গ্যাস কাটার দিয়ে বাস কেটে তাদের উদ্ধার করা হয়।

তবে দুর্ঘটনায় ট্রাকে থাকা গ্যাসের কোনো সিলিন্ডার বিস্ফোণের ঘটনা ঘটেনি।

পুলিশের কর্মকর্তারা বলেন, এলাকাটিতে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইত্তেফাক/টিআর