শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৭ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখলো ভারত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪:২৫

ভারতে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন ধরন ওমিক্রনের আগমনে ভাইরাসটি ছড়িয়ে পড়ার হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) দেশটিতে গত সাত মাসের হিসেবে সর্বোচ্চ রোগী শনাক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভারতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। দৈনিক সংক্রমণের হিসেবে গত ৭ মাসে যা সর্বোচ্চ।

এর আগে ২০২১ সালের ৭ জুন লক্ষাধিক দৈনিক সংক্রমণ রেকর্ড করেছিল ভারত। ওই দিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ১ লাখ ৬৩৬ জন।

দেশটিতে প্রতিদিন যতসংখ্যক মানুষ টেস্ট করাচ্ছেন, তাদের ৯ দশমিক ২৮ শতাংশই শনাক্ত হচ্ছেন করোনা পজিটিভ হিসেবে। সাপ্তাহিক হিসেবে এই হার বর্তমানে ৫ দশমিক ৬৬ শতাংশ।

ইত্তেফাক/টিআর