শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে কারণে জামানত হারালো যশোরের ৫০ প্রার্থী 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬:২৮

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোর ও কেশবপুর উপজেলার ৫০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার ২৮ জন এবং কেশবপুর উপজেলার ২২ জন রয়েছেন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের দুইজন, স্বতন্ত্র ৩১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৪ জন ও জাকের পার্টির তিনজন রয়েছেন।

যশোর সদরে আওয়ামী লীগের কোনো প্রার্থী জামানত না হারালেও কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শেখ অহিদুজ্জামান এক হাজার ১৭৪ ভোট ও সাগরদাঁড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অলিয়ার রহমান ৫০৬ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, প্রয়োগকৃত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।  

 

ইত্তেফাক/ইউবি