ফেনীর ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড় গ্রামে শাহাদাত হোসেন মাসুদের গরু খামারে রাতে আগুনে ৬টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। সোমবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
আগুনের তাপে ১৮টি গরুর মধ্যে দুটি গরুর শরীর জলসে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের জবাই করে দেওয়া হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, গরুর খামারে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। খামারে ১৮টি গরুর মধ্যে আগুনে দগ্ধ হয়ে ৬টি গরু মারা গেছে। আগুনে দুটি গরু জলসে গেলে গরুগুলো জবাই করে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।