বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাইবার পাখতুনখোয়ায় গ্যাস সংকট, তবুও বাড়ছে বিল

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:০১

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের কোহাত শহরের শহীদ স্কয়ারে বিদ্যুৎ, গ্যাস সংকট নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগন। সুশীল সমাজের কর্মী, ব্যবসায়ী, স্থানীয় সংস্থার সদস্য এবং সাধারণ গ্রাহকরা এ বিক্ষোভে অংশ নেয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, আইন প্রণেতা এবং এসএনজিপিএলের অপরাধমূলক নীরবতার কারণে, পাঞ্জাবকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হয়। এতে খাইবার পাখতুনখোয়ায় সাধারণ মানুষ সঠিক গ্যাস পাচ্ছেনা। 

শাহ মেহমুদ নামে এক বিক্ষোভকারী বলেন, সিএনজি স্টেশন বন্ধের পরও গৃহভোক্তারা গ্যাসের নিম্নচাপের সম্মুখীন হচ্ছেন। রাত ৯টায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোর পর্যন্ত অব্যাহত থাকে। কিন্তু গ্যাস সংকট থাকা অবস্থাতেও বৃদ্ধি পাচ্ছে গ্যাসবিল।

একজন বিক্ষোভকারী ডনকে জানায়, কোহাটে উত্পাদিত গ্যাসের অর্ধেকও যদি সাধারণকে সরবারহ করা হয় তবে গ্যাসের সংকট থকবে না। এএনআই।

ইত্তেফাক/এএইচপি