শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুবিতে আন্তঃবিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব ও ফিন্যান্স বিভাগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড  ব্যাংকিং (ছাত্র) ও প্রত্নতত্ত্ব বিভাগ (ছাত্রী)। এতে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রত্নতত্ত্ব বিভাগ। এদিকে আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ছাত্র-ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়। এবারের ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬ টি ও ছাত্রীদের ১০ টি দল অংশগ্রহণ করে।

 

ইত্তেফাক/এসটিএম