দিনাজপুরের নবাবগঞ্জে বালুবোঝাই ট্রলির চাপায় হুমায়ুন কবীর (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে উপজেলার শাল্টিমুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
নিহত হুমায়ুন কবীর উপজেলার শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ৬/৭ জন শিক্ষার্থীর সঙ্গে হুমায়ুন কবীর ইজিবাইকে চড়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছিল। এসময় শাল্টিমুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুবোঝাই ট্রলিটি শিক্ষার্থী বহনকারী ইজিবাইকটিকে ধাক্কা দিলে ট্রলির চাপায় শিক্ষার্থী হুমায়ুন কবীর নিহত হয়।
এদিকে হুমায়ুন কবীরের নিহত হওয়ার খবর ছড়িলে পড়লে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।