করোনাভাইরাসের প্রকোপ ক্রমশ বেড়েই চলছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮২ হাজার ৯৭০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ২ লাখ ৮২ হাজার নতুন রোগীর পাশাপাশি এই সময়ের মধ্যে ৪৪১ জনের মৃত্যু হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টার সংক্রমণ ১৮ শতাংশ বেশি। আগের দিন সংক্রমণ হয়েছিলো ২ লাখ ৩৮ হাজার মানুষের। আজ হলো ২ লাখ ৮২ হাজারের।
তারা আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৪৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনার কারণে সর্বমোট ৪ লাখ ৮৭ হাজার ২০২ জনের মৃত্যু হলো।