তিব্বতিদের তিব্বতি ভাষা ব্যবহারের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে ফের আওয়াজ তুলেছেন এক তিব্বতি এক্টিভিস্ট। এই একই ইস্যু নিয়ে পশ্চিমা মিডিয়ার সঙ্গে কথা বলায় পাঁচ বছর জেলে ছিলেন তিনি।
তাশি ওয়াংচুক নামে ৩৫ বছর বয়সী এই এক্টিভিস্ট চীনের কুইনঘাই প্রদেশের উলসুল পৌরসভার বাসিন্দা। 'বিচ্ছিন্নতাবাদ'কে উস্কে দেওয়ার অভিযোগে জেল থেকে গত ২০২১ সালের ২৮ জানুয়ারি মুক্তি পেয়েছেন।
মুক্তির পর এই এক্টিভিস্ট এই মাসে আহ্বান জানিয়েছে চীন কর্তৃপক্ষ যেন তিব্বতিদের তাদের স্কুল, সরকারি চাকরি ও আলাদা ক্ষেত্রে তাদের ভাষা ব্যবহার করতে দেয়।
এমন আহ্বান জানানোর পর দেশটির স্থানীয় পুলিশের জেরার মুখে পরে এই কর্মী।
চীন তিব্বতি ভাষার স্কুলগুল বন্ধ করে দিয়েছে। তিব্বতে স্কুল-বয়সী শিশুদের সাধারণত শুধুমাত্র ম্যান্ডারিন চীনা ভাষায় পড়ানো হয়।