অথচ বিপিএলের এবারের আসর শুরুর আগে কেউ খুলনা টাইগার্সকে নিয়ে বাজি ধরতে রাজি ছিল না। দলটিতেই নেই বড় কোনো তারকা ক্রিকেটার। সংবাদমাধ্যম কিংবা চায়ের টেবিল, কোথাও আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা ছিল না। সেই খুলনা নিজেদের প্রথম ম্যাচেই বাঘের গর্জন শোনালো। শক্তিশালী মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।
এদিন, টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় ঢাকা। আর সেটি ৫ উইকেট এবং এক ওভার হাতে রেখে সহজেই পাড়ি দিয়েছে মুশফিকের খুলনা।