শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্লোরিডা উপকূলে নৌ দুর্ঘটনায় ৩৯ জন নিখোঁজ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৭

ফ্লোরিডা উপকূলে একটি নৌযান ডুবিতে নিখোঁজ  হওয়া ৩৯ জনের সন্ধানে মার্কিন কোস্টগার্ড তল্লাশি অভিযান শুরু করেছে। চরম ঝুঁকি নিয়ে মানবপাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র কোস্টগার্ড বাহিনী একথা জানিয়েছে। 

মিয়ামি কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ফোর্ট পিয়ার্স ইন্টেলের প্রায় ৪৫ মাইল পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের কাছ থেকে একজনকে উদ্ধার করেন এক জেলে। সেই খবর পেয়ে তারা অনুসন্ধানে নামেন।

প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি জানান, নৌযানটি শনিবার রাতে বাহামাসের বিমিনি ছেড়ে যায়। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়।

কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়, প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা কোন যাত্রীরই লাইফ জ্যাকেট ছিল না। বিমান ও নৌযানের সাহায্যে নিখোঁজদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।

ইত্তেফাক/এএইচপি