শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছুটির দিনেও ধরলেন ডাকাত, প্রশংসিত স্পেনের পুলিশ কর্মকর্তা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩:২৫

স্পেনের বার্সেলোনায় একটি সুপারমার্কেটে ঘটছিল ডাকাতির ঘটনা। ওই সময় কেনাকাটা করতে মার্কেটের ভেতরে প্রবেশ করেন এক পুলিশ কর্মকর্তা। সাপ্তাহিক ছুটিতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু একজনকে ডাকাত বলে সন্দেহ হলে ধরে ফেলেন ওই পুলিশ কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, কৌশলে সন্দেহজনক ওই ব্যক্তির হাতে থাকা ছুরিও উদ্ধার করেন ওই পুলিশ কর্মকর্তা। ডাকাত ধরার পুলিশের সেই নাটকিয় দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কাতালান পুলিশ উত্তর-পূর্ব স্পেনের বার্সেলোনার আশেপাশে কাতালোনিয়া অঞ্চলের টহলে থাকেন। তাদের টুইটার অ্যাকাউন্টে স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও টুইট করা হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি মূলত সিসিটিভি ফুটেজে। এতে দেখা যায় যে, পুলিশের ওই কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে পেছন থেকে ধরে ফেলেন। তাকে জোর করে মেঝেতে ঠেসে ধরেন এবং তার ডান হাত থেকে একটি ছুরি উদ্ধার করেন।

স্পেন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন ওই ডাকাতের বয়স ৪৭ বছর। এর আগেও তিনি একই ধরনের অপরাধ করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই ডাকাতির ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া কর্মকর্তা পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন বলেও নিশ্চিত করেছে কাতালান পুলিশ।

ইত্তেফাক/টিআর