শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টি-টোয়েন্টিতে নতুন এলিট ক্লাব খুললেন সাকিব

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৬:০০

সাকিব আল হাসান মানেই যেন একের পর এক রেকর্ড। এবার স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়ক হিসেবে বল হাতে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এই ক্লাবে তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার।

এই তালিকায় ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ১১২টি।

চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি (৮৮ উইকেট) ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি (৮৬ উইকেট)।

ইত্তেফাক/টিএ