বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দখল হওয়া রাস্তার তালিকা দিতে উত্তরের মেয়রের নির্দেশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৫

অবৈধভাবে দখল হয়ে যাওয়া রাস্তাগুলোর তালিকা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত বোর্ড সভায় তিনি এই নির্দেশ দেন।

আতিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু রাস্তা রাজউকের নকশার ব্যতয় ঘটিয়ে বেশ কয়েকজন ভবন মালিক অবৈধভাবে দখল করে নিয়েছে। তাই ওই রাস্তাগুলো উচ্ছেদপূর্বক প্রকৃত নকশা অনুযায়ী প্রশস্ততা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

তালিকা প্রস্তুত পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা ডিএনসিসির সম্পত্তি বিভাগের সহযোগিতায় অবৈধ দখলমুক্ত করে রাস্তাগুলির প্রশস্ততা নিশ্চিত করবে। 

এছাড়াও সভায় ডিএনসিসির হালনাগাদকৃত টেবিল অব অর্গানাইজেশন এন্ড ইকুইপমেন্ট (টিও এন্ড ই) চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণ, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী/অক্ষম) জনসাধারণের ব্যবহারের জন্য বিশেষায়িত মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি ক্রয়, পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে লোকবল নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/জেডএইচডি