মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল :ড. কামাল

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:৪৬

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, মিথ্যার ওপর চলছে রাষ্ট্র। এভাবে চলতে পারে না। জনগণ এখন কুশাসন থেকে মুক্তি চায়। তিনি বলেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।

গতকাল শুক্রবার মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে। জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। তিনি মহানগর নেতাদের উদ্দেশে বলেন, অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে। মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভা ইডেন কমপ্লেক্সের কেন্দ্রীয় কার্যালয়ে মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম প্রমুখ।