বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সন্ন্যাসী হলেন গগন মালিক 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪

ভারতীয় অভিনেতা গগন মালিক সন্ন্যাসী হয়েছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক মন্দিরে সন্ন্যাসী হন তিনি।  

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককে বৌদ্ধদের ওয়াট দ্যাটথং মন্দিরে মালিক সন্ন্যাসী হন এবং আগামী ১৫ দিন সন্যাস হিসেবে থাকবেন। এসময় তার ঘনিষ্ঠজন ও সহকর্মী বৌদ্ধরা যারা আগে ভারত সফর করেছিলেন তারা উপস্থিত ছিলেন।  
 
বুধবার (৯ ফেব্রুয়ারি) এক ফেসবুক বার্তায় গগন বলেন, 'আগামীকাল (বৃহস্পতিবার) জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে। বাংককে ওয়াট দ্যাট থং মন্দিরে  ১৫ দিনের জন্য সন্ন্যাসী হচ্ছি।'    

মালিকের চুল শেভ করে দিচ্ছেন এক সন্ন্যাসী। ছবি সংগৃহীত

এর আগে মঙ্গলবার গগন বলেন, তিনি বৌদ্ধধর্ম সম্পর্কে জানতে চান এবং ভারতে এই ধর্মের প্রচারণা করতে চান। 

ভারতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন গগন মালিক। এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও থাইল্যান্ডে গগনের ভক্ত রয়েছে। ২০১৩ সালে শ্রী সিদ্ধার্থ গৌতম মুভিতে রাজকুমার সিদ্ধার্থের ভূমিকায় গগন মালিকের চরিত্র সবচেয়ে পরিচিত। এই ছবিটি থাইসহ বিভিন্ন ভাষায় রয়েছে। গগনের এই ছবি অনেক পুরষ্কার জিতে নেয়। 

 

ইত্তেফাক/এসআর