শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুরির অপবাদে শিশুকে সুঁই দিয়ে নির্যাতন, পশুচিকিৎসক গ্রেফতার 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪১

রংপুরের পীরগাছায় চুরির অপবাদ দিয়ে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি পশুচিকিৎসক জাহিদুল ইসলাম পীরগাছা উপজেলার নবু পাঠানপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আশরাফুল আলম পলাশ।
 
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে নবু পাঠানপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের স্ত্রী সাবিনা খাতুনের বাড়িতে গিয়ে কৌশলে তার ছেলে আবু জাহিদকে ঘরের বাইরে ডেকে নেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশু জাহিদকে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী বানেছা বেগমের বাড়িতে একটি ঘরে আটকে রেখে শিশুটির ডান হাতে ও শরীরে বিভিন্ন স্থানে সুঁই দিয়ে ফুটো করে নির্যাতন করে। এ ঘটনায় শিশু আবু জাহিদ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর জন্য নিয়ে যায় পরিবারের লোকজন।

নির্যাতনের শিকার ১২ বছর বয়সী শিশু আবু জাহিদ সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করায় আবু জাহিদের মা সাবিনা বেগম নিজে বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি পীরগাছা থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার সকালে আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। মামলার অপর আসামি বানেছা বেগম ও আশরাফুল ইসলাম এখনো গ্রেফতার হয়নি।
  
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত জাহিদুল ইসলামের পরিবারের লোকজন। তাদের দাবি, এটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। বিষয়টি আপোষ-মিমাংসার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। 

থানায় অভিযোগ দায়ের ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় অন্নদানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আকবর আলী ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। 

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আশরাফুল আলম পলাশ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে জাহিদুল ইসলামকে গ্রেফকার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ইত্তেফাক/এসজেড