শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাকিবের সিদ্ধান্ত লিখিত আকারে জানানোর নির্দেশ, পাপনের ক্ষোভ

আপডেট : ০৭ মার্চ ২০২২, ২১:০৫

মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার বিষয়টি লিখিত আকারে জানানোর জন্য ক্রিকেট অপারেশন্স বোর্ডকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিসিবি সভাপতি সোমবার (৭ মার্চ) গণমাধ্যমকে জানান, সাকিবের এমন ঘোষণায় অবাক হয়েছে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। জালাল ইউনুস বা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন- কেউই এ ব্যাপারে জানতো না।

সংবাদমাধ্যমকে ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’ 

খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’ 

পাপন বলেন, ‘আমার ধারণা ও কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত। ২ দিন সময় নিয়েছে, ভালো কথা, মাথা ঠাণ্ডা করে যেটা বলবে। যা চায় সেটা জানাবে, বোর্ড সিদ্ধান্ত নিবে। এখন যদি এটার ওপর সিদ্ধান্ত নেই ওকে এই সিরিজে রাখব না। তখন যদি বলে আমি তো বলিনি খেলব না, খেলতে চেয়েছি, তখন?’

পাপন আরও বলেন, ‘কিছুদিন আগে বিসিবিতে গিয়েছিলাম, শুনলাম ও একটা চিঠি দিয়েছে। ও টেস্ট বেশ কিছু দিন খেলবে না। এটা ৬-৭ মাস হবে, এক্স্যাক্ট মনে নেই, তখন মনে হয়েছিল ৬ মাস। পরে শুনলাম আরও লম্বা।’ 

পাপন জানান, কাল এগারোটার দিকে জালাল ভাই (জালাল ইউনুস) জানালেন- ‘সাকিব ফোন করে বলল ও এয়ারপোর্টে, ও নাকি দুবাই যাচ্ছে। আমাকে বলল ও মেন্টালি ও ফিজিক্যালি ফিট না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।’ এ সময় পাপন জানান, সাকিব ২ দিন সময় নিয়েছেন। 

গত রবিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে হুট করে সাকিব জানান, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত অবস্থায় তিনি নেই, তাই ক্রিকেট থেকে চান বিরতি। বিষয়টি তখনই সাকিব জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে।

ইত্তেফাক/এসজেড