শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমেনা তাওসিরাতের বই 'ডাঙ্গার কুমির'

আপডেট : ১০ মার্চ ২০২২, ২১:৪২

আমেনা তাওসিরাতের জন্ম বৃহত্তর ঢাকা বিভাগে। বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন তিনি। প্রথম গ্রাজুয়েশনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। পেশায় আইনজীবী এবং মানবাধিকারকর্মী আমেনার প্রকাশিত প্রথম বই 'ডাঙ্গার কুমির'। তবে বহুদিন ধরে দুই বাংলার ওয়েবে লিখছেন।

এবারের একুশে বইমেলায় পাঠক সমাবেশ প্যাভিলিয়ন ১৪ তে পাওয়া যাচ্ছে আমেনা তাওসিরাতের গল্পের বই ডাঙ্গার কুমির। বাহ্যিক নয় আমাদের ভিতরের দু’চোখের দেখাটাই গল্পে গল্পে বুনন করেছেন লেখক। ছয়টি গল্প আছে এই বইয়ে। গল্পগুলোর আবরণ শক্ত, ভিতর নরম ও সহজ। আছে নিজস্ব ভঙ্গি, নিজস্ব কথন মেজাজ। মানুষ, সমাজ, পরিবার, রাষ্ট্র, ও সময়ের শব্দচিত্র। 

বইয়ের ফ্ল্যাপে বলা আছে- ‘স্মৃতিচারণকে কমন কম্পোন্যান্ট হিসেবে রেখে আলাদা প্রেক্ষাপটে রচিত প্রতিটি গল্প। ন্যাচারাল টোওনে বলা মেটাফরের চরিত্র বদল, অন্য কারো উপাখ্যানের ভেতর কাল বয়ে নেয়া অগণিত মানুষের ভার কিংবা হাহাকার।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন