রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফের ভেঙে পড়লো ভারতীয় বিমান, পাইলট নিহত 

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৭:৪৮

ফের বিধ্বস্ত হয়ে পড়লো ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। আজ শুক্রবার (১১ মার্চ) উত্তর কাশ্মিরের গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে দেশটির বিমানবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন সেনা পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন সহকারী পাইলট। 

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি দেশটির আধাসামরিক বাহিনীর এক সেনাকে তুলে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুরেজ সেক্টরের তুলিয়াল এলাকায় বিধ্বস্ত হয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি পুরোপুরি তুষারমুক্ত ছিল। 

এক কর্মকর্তা পিটিআইকে বলেন, হেলিকপ্টারটি অবতরণের কথা ছিল কিন্তু সেই সময় আবহাওয়ার কারণে 'দূরে চলে যায়'। 

আহত সহকারী পাইলটের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে। এনডিটিভি।

ইত্তেফাক/এসআর