শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক 

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৬:২২

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

শনিবার (১২ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে আটক করা হয় তাকে। 
জানা যায়, আটক ভুয়া চিকিৎসক রাকিবুল ইসলাম বরিশাল নগরীর আমানতগঞ্জ কাজীর গোরস্থান এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তারা বর্তমানে ঝালকাঠি পৌর এলাকার পেট্রোল পাম্প মোড় সংলগ্ন রাজের বাড়িতে বসবাস করেন। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে এ্যাপ্রন পরিহিত অবস্থায় ও গলায় স্টেথিসকোপ ঝুলিয়ে ঘুরতে ছিলো রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা পরিচয় জানতে চায়। রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। তাকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়। 

বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এ চিকিৎসকের বিষয়ে। তার অন্য কোনো মতলব ছিলো কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম